মূর্তি অপসারণ না হলে হাইকোর্ট ঘেরাওয়ের হুমকি ওলামা লীগের

হাইকোর্টের সামনের গ্রীক দেবির মূর্তি অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে মূর্তি অপসারণ করা না হলে হাইকোর্ট ঘেরাও করার হুমকি দিয়েছে সংগঠনটি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ এ হুঁশিয়ারি দেয়।

বক্তারা বলেন, প্রধান বিচারপতিকে জিজ্ঞাস করলেই মূর্তি বসানোর আসল রহস্য বের হয়ে আসবে। এটা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মূর্তি অপসারণ করতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টের সামনে থেকে মূর্তি অপসারণ না করা হলে হাইকোর্ট ঘেরাও করবো আমরা।

এছাড়া বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৬ অবিলম্বে বাতিল করতে হবে বলেও দাবি জানায় ওলামা লীগ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওলামা লীগের সভাপতি মুহাম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।



মন্তব্য চালু নেই