মুস্তাফিজের হায়দরাবাদের প্রথম জয়

অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দারুণ ব্যাটিংয়ে আইপিএলের নবম আসরে প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে ওয়ার্নারের দল। ১৪৩ রান তাড়া করতে নেমে ৯০ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা ওয়ার্নার।

সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪২ রান করে মুম্বাই।

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আম্বাতি রাইডু। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। তার ২৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি করে চার ও ছক্কায়।

২৮ রানে ৩ উইকেট নিয়ে হায়দরাবাদের সেরা বোলার বারিন্দার স্রান। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন এক উইকেট। দারুণ এক ইয়র্কারে হার্দিক পান্ডিয়াকে বোল্ড করেন কাটার মাস্টার।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে শিখর ধাওয়ানের উইকেট হারালেও ওয়ার্নারের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। এ ছাড়া মইসেস হেনরিকস ২০ ও দীপক হুদা অপরাজিত ১৭ রান করেন।



মন্তব্য চালু নেই