ভিআর হেডসেট আনছে হুয়াওয়ে

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির জগতে প্রবেশ করলো হুয়াওয়ে। হুয়াওয়ের এই হেডসেটের নাম হুয়েওয়ে ভিআর।

এনগ্যাজেট জানিয়েছে, হুয়াওয়ের ভিআর হেডসেট স্যামসাং ভিআর হেডসেটের মতই কাজ করবে। এই হেডসেটে স্মার্টফোন সংযুক্ত করে ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও, গেমস, ৩৬০ ডিগ্রি ভিডিও উপভোগ করা যাবে।

হুয়াওয়ের নতুন এই হেডসেটে হুয়াওয়ের বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন সংযুক্ত করা যাবে। এসব মডেলগুলো হলো, সম্প্রতি অবমুক্ত হওয়া হুয়াওয়ের ফ্লাগশিপ ডিভাইস পি৯, পি৯ প্লাস এবং মেট৮।

হুয়াওয়ে দাবি করছে তাদের এই ভিআর হেডসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ৩৬০ সাউন্ড ফিল্ড উপভোগ করতে পারবেন। এজন্য হুয়াওয়ের বিশেষ হেডফোন আছে।

স্মার্টফোন কম্পিটেবল এই হেডসেটটিতে ১০৮০ পিক্সেল স্ক্রিন রেজুলেশন পাওয়া যাবে।

হুয়াওয়ে তাদের ভিআর হেডসেটটির সঙ্গে ৪ হাজারের বেশি ভার্চুয়াল রিয়েলিটি মুভি এবং ৪০ টিরও বেশি গেমস উন্মুক্ত করেছে।

ডিভাইসটি দিয়ে ৩৫০ প্যানারমিক ইমেজ এবং ১৫০টির মত প্যানারমিক ট্যুর উপভোগ করা যাবে।

হুয়াওয়ে এখন পর্যন্ত এই ডিভাইসটির দাম প্রকাশ করেনি। এটি কবে নাগাদ বাজারে উন্মুক্ত হবে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই