‘মুস্তাফিজুরই সানরাইজার্সের সবচেয়ে উজ্জ্বল সূর্য’

আইপিএল নাইনে সান রাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে মুস্তাফিজুর রহমান ম্যাচসেরা হন। মুস্তাফিজুরের অসাধারণ স্পেলটায় আইপিএল বিশ্ব মেতে উঠলেও সংবাদটি গুরুত্ব পায়নি আনন্দবাজার পত্রিকায়।

মুস্তাফিজুরের এ সংবাদটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে জিনিউজের বাংলা অনলাইন ভার্সন ২৪ ঘণ্টা। তারা শুরুতেই লিখেছে ‘আইপিএল নাইনের সবচেয়ে চর্চিত নাম এখন মুস্তাফিজুর রহমান।’

মুস্তাফিজুরের এইদিনের খেলার বর্ণনায় বলা হয়, ‘মিলার-ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট পান মুস্তাফিজুর। তার চেয়েও বড় কথা কিংসদের নামিদামি ব্যাটসম্যানরা মুস্তাফিজুরের বলের কোনো দিশা খুঁজে পাননি।

স্লোয়ার থেকে ইয়র্কার, বাউন্সার থেকে আউট স্যুইং। ২৪ বলের স্পেলে মুস্তাফিজুর ছিলেন অপ্রতিরোধ্য।’

রিপোর্টটিতে রমিজ রাজার বক্তব্যের উদ্ধৃতিতে বলা হয়, ‘শুধু ম্যাচের সেরা নয়, এবার টুর্নামেন্ট সেরার লড়াইয়ে থাকবে বাংলাদেশের এই তরুণ প্রতিভাবান পেসার।’

বলা হয়, ‘সুনীল গাভাস্কার উচ্ছ্বসিত মুস্তাফিজুরের প্রশংসায়। কিংস শিবিরও বলছে, মুস্তাফিজুরের স্প্লেটাই জেতা-হারার ফারাক গড়ে দিল। সানরাইজার্সের এখন সবচেয়ে উজ্জ্বল সূর্য মুস্তাফিজুরই।’



মন্তব্য চালু নেই