মুস্তাফিজদের ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা
মুস্তাফিজ-রোহিতদের ম্যাচে কি কোনো নিরাপত্তা শঙ্কা আছে? রবিবারের এই ম্যাচের আগে ভাইজাগ পুলিশের নিরাপত্তা মহড়া দেখে এই প্রশ্ন উঠতেই পারে। স্টেডিয়ামের আশপাশে এক হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকা জুড়ে থাকবে ৪২টি সিসি ক্যামেরা।
রবিবার বিশাখাপত্তমের ড. যশ রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে।
প্রদেশটির ডিসিপি (ক্রাইম) টি রবি কুমার মুর্থি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি করে নির্দেশ এবং নিয়ন্ত্রণকক্ষ থাকবে মাঠে। ওই সব কক্ষ থেকে সিসিটিভি ফুটেজের ওপর কড়া নজর রাখা হবে। ট্রাফিক পুলিশ গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করেছে।
বিবৃতি দিয়ে স্টেডিয়ামের ভেতর গ্লাস, জলের বোতল, মদ, কোনো ওষুধ, লোহার লাঠি, স্টিক, আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। গেট খোলা হবে খেলা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে।
আন্তর্জাতিক ম্যাচে সাধারণত এই ধরনের নিরাপত্তা দেয়া হয়েই থাকে। তবে এই স্টেডিয়ামের আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেকে চমকে গেছেন। পুলিশ অবশ্য কোনো ধরনের শঙ্কার কথা বলছে না।
তাদের যুক্তি, এ বছর এই প্রথম আইপিএলের ম্যাচ হচ্ছে এখানে। সামনে আরো কয়েকটি রয়েছে। তারা কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন। তাই এই কড়াকড়ি অবস্থা।
মন্তব্য চালু নেই