জামায়াতের হরতালে সাড়া নেই

মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে আজকের হরতালে কোন সাড়া দেখা যায়নি। ঢাকা ও মহাসড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক যান চলাচল রয়েছে।

গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই দুর পাল্লার যানবাহন চলাচল করছে।

রাজশাহী, সিলেট, খুলনা ও চট্টগ্রাম থেকে সংবাদদাতারা জানিয়েছেন, এসব এলাকায়ও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।

বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে এই হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববার (৮ মে) সকাল ৬টা থেকে সোমবার ( ৯ মে) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই