মুসা বিন শমসেরের সঙ্গে ওরা কারা!
বিতর্কিত ব্যবসায়ী ও রহস্যমানব মুসা বিন শমসের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাজির হয় এবং দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যান। দুদকের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত হয়ে প্রায় অর্ধশত নারী-পুরুষকে সঙ্গে নিয়ে সকালে দুদকে যান মুসা। তবে দুদকের গেটে সবাইকে আটকে দিয়ে মুসা বিন শমসেরকে একা ভেতরে ঢুকতে দেয়া হয়।
প্রশ্ন উঠেছে, মুসার দেহরক্ষী নামধারী ভিন্ন পোশাকে সজ্জিত এই নারী-পুরুষেরাে আসলে কারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো তাদের কারও কারও হাতে ওয়াকিটকিও দেখা গেছে।মুসা যতক্ষণ ভিতরে ছিলেন ততক্ষণই কালো কোট ও কালো প্যান্ট পরা এই মানুষগুলোকে বাইরে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।নানা সময়ে নানা বক্তব্য দিয়ে আলোচিত এই মানুষটি এর আগেও একবার দুদকে এসেছিলেন, তথনও প্রায় অর্ধশত নারী-পুরুষকে নিয়ে তিনি দুদকে যান।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে গাড়ি রেখে পায়ে হেঁটে দুদকে প্রবেশ করেন মুসা বিন শমসের। এ সময় কালো রঙের ব্লেজারের সঙ্গে তার পরনে ছিল সাদা শার্ট, লাল রঙের টাই এবং সোনালী রঙের রোলেক্সের হাতঘড়ি। পায়ের জুতা হীরায় খচিত বলে জানিয়েছেন তার কথিত দেহরক্ষীরা।
দুদকে প্রবেশ করার আগে তার সামনে ও পেছনে এক ডজন গাড়ি ছিল। ছয়জন নারী দেহরক্ষীসহ প্রায় ৫০ জনের ব্যক্তিগত নিরাপত্তা বহর ছিল তার সঙ্গে।
বেলা ১১টায় মুসা বিন শমসেরে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলছে। দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর মুসাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। সে সময়ও মুসা এভাবে ব্যক্তিগত বহর নিয়ে দুদকে হাজির হন। তখনও তার সহযোগীদের নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা হয।
মন্তব্য চালু নেই