মুসলমান না হলে আত্মহত্যা করতাম : কাদের সিদ্দিকী
মাগুরায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে মা ও পেটের শিশু গুলিবিদ্ধের ঘটনার জন্য মুসলমান না হলে আত্মহত্যা করতেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, ‘কষ্ট করে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার ফসল আজ মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ। বাংলাদেশ সভ্যদের দেশ । এই দেশে এখন মায়ের পেটও শিশু নিরাপদ নয়। মুসলমান না হলে এই ঘটনা শুনেই আত্মহত্যা করতাম।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে গুলিবিদ্ধ মা নাজমা ও শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী আক্ষেপ করে বলেন, ‘এখন কারও আবেগ নাই। বিবেক নাই। থাকলে এই ঘটনার পর দেশ জ্বলে উঠত। সরকার সভ্য হলে তারা পদত্যাগ করত।’
তিনি বলেন, ‘এই ঘটনার জন্য এই পরিবারের দায় সমাজ ও সরকারকেই গ্রহণ করতে হবে। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে নাই। অপরাধীদের বিচার চাই। তা না হলে সরকারের পরিণতি ভালো হবে না।’
এর আগে কাদের সিদ্দিকী শিশু সুরাইয়াকে দেখতে যান। পরে তার মা নাজমাকেও গিয়ে সান্তনা দেন।
এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ প্রমুখ।
মন্তব্য চালু নেই