মুরতাদের নাম নেওয়ার দরকার নেই : এরশাদ
প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মুরতাদের নাম নেওয়ার দরকার নেই।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় ওলামা পার্টির এক দিনের মহাসম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
এরশাদ বলেছেন, ‘যারা ইসলাম এবং আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, তাদের নাম নেওয়ার কোনো দরকার নেই।’
এরশাদ বক্তব্য দেওয়ার সময় মঞ্চের পেছন থেকে একজন ওলামা মাশায়েখ লতিক সিদ্দিকীর ফাঁসির দাবি তুললে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মুসলমানরা সন্ত্রাসী নয়। পশ্চিমা বিশ্ব মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে খাটো করে দেখতে চায়।’
তিনি আরো বলেন, ‘যারা উম্মতের ক্ষতি সাধন করে অত্যাচার নির্যাতন করে, তারা সন্ত্রাসী; মুসলমান নয়।’ –
মন্তব্য চালু নেই