মুন্সীগঞ্জের চরাঞ্চলে সুষ্ঠু ভোট নিয়ে মেম্বার প্রার্থীরও শঙ্কা

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নে সুষ্ঠু ভোট নিয়ে সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীও শঙ্কিত। ভোট কেন্দ্র দখলের আশঙ্কা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সোহরাব সরদার নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তাদের কাছে পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দাখিল করেছেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা রিটানিং অফিসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসারের কাছে।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আগামী ২৮ শে মে পঞ্চম ধাপের নির্বাচনে তিনি আধারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। তার প্রতীক মোরগ। এ ওয়ার্ডের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুমারঢালী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি ভোট কেন্দ্র রয়েছে। কেন্দ্র দুইটির মাঝখানে নদী ও খাল থাকায় নৌকা দিয়ে পারাপার হতে হয়। ভোট কেন্দ্র দুইটি অত্যধিক ঝুঁকিপূর্ণ। তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী বাবুল ঢালী (প্রতীক আপেল) সকাল ১০টার মধ্যে তার নিজস্ব প্রতীকে সিল মেরে ভোট নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। বিশেষ করে সুমারঢালী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি প্রতিপক্ষ বাবুল ঢালীর ভোট কেন্দ্র হওয়ায় তারা সেখানে সিল মেরে ভোট নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। ভোটারদের তারা গোপন বুথের ভেতরে যেতে না দিয়ে এজেন্টের সামনে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।



মন্তব্য চালু নেই