মুখ দেখে বয়স বলে দেবে সফটওয়্যার

নতুন একটি ফান টুল এনেছে মাইক্রোসফট। এর আজুরি এপিআই (Azure API) সম্বলিত একটি সাইট ছবি আপলোড করে বয়স জানার অপশন দিয়েছে। How-Old.net সাইটটিতে নিজের অথবা যে কারো ছবি আপলোড করে বয়স এবং লিঙ্গ জানা যায়।

অবশ্য একেবারে নিখুঁত হিসাব দিতে পারে না এ এপিআই। তবে আসল বয়সের কাছাকাছিই থাকে।

ব্যবহারকারীদের কাছ থেকে ইতিমধ্যে দাবি উঠতে শুরু করেছে, শুধু ছবি আপলোড কেন ওয়েবক্যাম থেকে ছবি নেয়ার অপশন যুক্ত করতে হবে। তাতে সমসাময়িক ছবি দেখে বয়স হিসাব করা যেতো।

মাইক্রোসফট জানিয়েছে, ওয়েবক্যাম থেকে ছবি নেয়ার অপশন যুক্ত করার প্রক্রিয়া চলছে।

হাউওল্ড ডটনেট সাইটটিতে মাইক্রোসফট আজুরির ফেস এপিআই ব্যবহার করা হয়েছে। এ সাইটটি গ্রুপ ছবিতে আলাদা ব্যক্তির বয়স ও লিঙ্গ বলে দিতে পারে।

প্রসঙ্গত, আসন্ন উইন্ডোজ ১০ সংস্করণে লগইন অপশনে ফেস রিকগনিশন যুক্ত করছে মাইক্রোসফট।



মন্তব্য চালু নেই