এফএ কাপ
মুখোমুখি ম্যানইউ-আর্সেনাল
প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বলই। আর তাই জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। তৃতীয় সারির দল প্রেসটনকে ৩-১ গোলে পরাজিত করে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রেডডেভিলস শিবির। তবে পরের হিসাব রোমাঞ্চ জাগাচ্ছে পুরোদমে। কারণ শেষ আটে ম্যানইউর প্রতিপক্ষ আর্সেনাল।
জয়টা সহজ মনে হলেও প্রথমার্ধের চিত্র ছিল বেশ কঠিনই। যেখানে একটি গোলের দেখা পায়নি লুই ফন গাল শিবির। প্রথমার্ধ কেটেছে গোলশুন্য ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানইউকে ভড়কে দেয় পুঁচকে প্রেস্টন। ৪৭ মিনিটে লেইরডের গোলে লিড নেয় স্বাগতিক শিবির।
তবে দ্রুতই ম্যাচে ফেরে ম্যানইউ। ৬৫ মিনিটে হেরেরার গোলে সমতা আনে ফন গাল শিবির (১-১)। ৭২ মিনিটে ফেলাইনির গোলে লিড নেয় ম্যানইউ (২-১)। শেষটা করেছেন ওয়েন রুনি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন তারকা এই ইংলিশ স্ট্রাইকার (৩-১)। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক থাকছেই। কারণ অনেকের মতে, বক্সে ইচ্ছাকৃত পড়ে গিয়ে পেনাল্টি আদায় করেছেন রুনি।
অন্যান্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা-ওয়েস্টব্রুম, ব্রাডফোর্ড সিটি-রিডিং ও লিভারপুল-ব্লাকবার্ন।
মন্তব্য চালু নেই