মুক্তি পেলো “ভুল যদি হয়”

সারাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ভুল যদি হয়’। ২০১৫ সালের ১১ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চাষী নজরুল ইসলাম। গুণী এ নির্মাতার প্রয়াণ দিবসকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে।

গুণী এই নির্মাতার ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি পেয়েছিলো গত বছরের অক্টোবরে। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আলিশা ও ইমন।

এবার মুক্তি পেতে যাচ্ছে ‘ভুল যদি হয়’। সিনেমাটিতে অভিনয় করেছেন ইমন, সম্রাট, আলিশা ও নবাগত দোলা। সিনেমাটির শুটিং চলাকালীন চাষী নজরুল ইসলাম মারা যান। পরে সিনেমাটির কাজ শেষ করেন তারই সহকারী তারেক শিকদার।

সারাদেশের ৬০টিরও বেশী সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভুল যদি হয়’। এ ছাড়া আগামী ঈদুল ফিতরে এটিএন বাংলায় সিনেমাটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সিনেমাটি নিয়ে বেশ স্মতিকাতর হয়ে পড়েন নায়িকা আলিশা প্রধান।

তিনি বলেন, ‘বাংলাদেশে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। তার সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি তিনি কতো বড় মনের মানুষ। তাকে ছাড়ায় সিনেমা মুক্তি পাচ্ছে এটা খুবই কষ্টের। মানুষটিকে খুবই মিস করি।’



মন্তব্য চালু নেই