মুক্তি পেলেন বউ পেটানো পাকিস্তানি ক্রিকেটার

ব্যাট দিয়ে স্ত্রীকে পেটানো পাকিস্তানি ক্রিকেটার মুস্তফা বশির মুক্তি পেয়েছেন। তবে এই ঘটনায় এক হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অপরাধ না করতে সতর্ক করেছেন আদালত। আজ ম্যানচেস্টারের ক্রাউন আদালত এই রায় দিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রেগে গিয়ে স্ত্রীকে ব্যাট দিয়ে পেটানোর পর তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়ার চেষ্টা করেন পাকিস্তানি ক্রিকেটার মুস্তফা বশির। পরে স্ত্রীর মামলায় পুলিশ হেফাজতে নেওয়া হয় এই ক্রিকেটারকে।

ব্রিটিশ গণমাধ্যমগুলোর তথ্য মতে, পশ্চিমা ধাঁচের কাপড় পরা ও বন্ধুদের সঙ্গে ফোনে বেশি কথা বলার অপরাধে নিজের ব্যাট দিয়ে স্ত্রী ফকারা করিমকে আঘাত করেন লিচেস্টারশায়ারের ক্রিকেটার বশির। সেই সঙ্গে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। এই সময় ফকারাকে অকথ্য ভাষায় গালাগাল করেন মুস্তফা বশির। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ফকারা করিম। এই ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া হয় মুস্তফাকে।

তবে এই ঘটনায় আদালত কোনো শাস্তি দেননি মুস্তফা বশিরকে। ফকারাকে দেখে বিপদাপন্ন মনে হয়নি আদালতের। তবে এই ঘটনায় বশিরকে সতর্ক করেছেন আদালত।



মন্তব্য চালু নেই