মুক্তি পেলেন দাউদ মার্চেন্ট

ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার বিকেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হলেও আজ সোমবার গণমাধ্যমকে তা জানানো হয়েছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে মুক্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

উল্লেখ্য, ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার গুলশান কুমার হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি ছিলেন এই দাউদ মার্চেন্ট। ১৯৯৭ সালের ১২ আগস্ট মুম্বাইয়ে গুলি করে গুলশানকে হত্যা করা হয়।

২০০৯ সালের ২৭ মে তাকে এক সহযোগীসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। জাল পাসপোর্ট তৈরি ও অনুপ্রবেশের অভিযোগে তখন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।



মন্তব্য চালু নেই