মুক্তিযুদ্ধে হাসিনার অবদান নেই : শাহ মোয়াজ্জেম

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান নেই।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত ‘গণতান্ত্রিক আন্দোলন দমনে সরকারের গ্রেফতার, গুম-খুন, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে তিনি এ কথা বলেন।

শাহ মোয়াজ্জেম বলেন, ‘হাসিনা কে? সে তো ওয়াজেদের বউ। হাসিনার বিয়ে তো আমি দিয়েছিলাম। আমিই সবচেয়ে ভালো করে জানি বাংলাদেশের স্বাধীনতার জন্য হাসিনার কোনো ত্যাগ নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিশা দিশাইকে দুই পয়সার মন্ত্রী বলে বিশ্বের সামনে বাংলার মানুষের মুখ কালিমালিপ্ত করেছে।’

সমাবেশে সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাক্তন চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।



মন্তব্য চালু নেই