মুক্তিযুদ্ধে মুজিবের কোনো অবদান নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো ধরনের অবদান ছিল না। গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ছিল কিন্তু মুক্তিযুদ্ধের কোনো অবদান ছিল না।’

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও আওয়ামী গাত্রদাহ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নোমান বলেন, ‘মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে অবদান নেই। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের মধ্যে কোনো একত্ববোধ ছিল না। যার জন্য শেখ হাসিনা নিজেই এখন অনুভব করেন। তাই তারা এখন ইতিহাস বিকৃতি করছে।’

জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণা কারণেই দেশ স্বাধীন হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ অভিশংসন নীতি, সম্প্রচার নীতিমালা করেছে দেশে আবার একদলীয় শাসন ব্যবস্থা চালু করার জন্য। যা বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন কিন্তু তিনিও ক্ষমতা চিরস্থায়ী করতে পারেননি।’

আয়োজক সংগঠনের সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।



মন্তব্য চালু নেই