মুক্তাগাছায় শিশু হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

জেলার মুক্তাগাছা উপজেলায় ৮ বছরের শিশু স্কুলছাত্র ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় প্রদান করেন।

ফাঁসির দ-পাপ্তরা হলেন সাহেব আলী (পলাতক), আব্দুল কদ্দুস, ইব্রাহিম ওরফে ইব্রা, আব্দুল মজিদ মধু, মোনাজাত আলী ওরফে মন্তা ও মো. জুয়েল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন কমলা খাতুন।

মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ৪ মে স্কুলছাত্র ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামি সাহেব আলী গং। তার পর ফরহাদের আর সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে ফরহাদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিচারক ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

বাদী পক্ষে আইনজীবী ছিলেন এপিপি অ্যাডভোকেট সুবোধ চন্দ্র সরকার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।



মন্তব্য চালু নেই