মীর কাসেমের ফাঁসিতে ক্ষুব্ধ পাকিস্তান
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফাঁসি কার্যকর করা হয়েছে। তার ফাঁসি কার্যকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
শনিবার দিবাগত রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়ার কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের ডিসেম্বরের আগের ‘কথিত অপরাধে’ মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে। মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।
বিবৃতিতে আরো বলা হয়, বিরোধী দলকে দমনের উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধী নেতাদের হত্যা করা হচ্ছে, যা গণতন্ত্রের পুরোপুরি পরিপন্থী। মীর কাসেমের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, এর আগেও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের অন্যান্য নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান।
মন্তব্য চালু নেই