মির্জা ফখরুল জেলহাজতে

পল্টন থানায় ককটেল বিস্ফেরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার এ মামলায় ফখরুলের ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আসাদুজ্জামান নুর এর আদালতে এ রিমান্ড আবেদন করা হয়।

অপরদিকে মির্জা ফখরুলের আইনজীবীরা তার জামিন আবেদন করেন।

বিকেল ৩টায় শুনানি শেষে এ মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দিয়ে মির্জা ফখরুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জানা যায়, ৫ জানুয়ারি পল্টন টাওয়ারসংলগ্ন এলাকায় পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি পল্টন থানার এসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই