মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মির্জাপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; সহ-সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, দেওয়ান আব্দুস সোহবান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ মফিজুর রহমান, শিক্ষিকা মাসুমা আক্তার ও আলী আব্বাস প্রমুখ।
সভায় নানা কর্মসূচীর মাধ্যমে আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মন্তব্য চালু নেই