মির্জাপুরে দ্বিতীয় দিনের ভূকম্পনে আবারো জনজীবনে আতংক

টাঙ্গাইলের মির্জাপুর আবারো কেঁপে উঠলো দ্বিতীয় দিনের ভূকম্পনে। আজ রবিবার দুপুর ১টা বেজে ১০ মিনিটে হঠাৎ করে সবকিছু কেঁপে উঠে ধাক্কা লাগে।

এসময় মির্জাপুর পৌর সদরের বহুতল ভবনের বাসার মহিলা ও শিশুরা আতংকে রাস্তায় নেমে আসে। তবে আজকের ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল মাত্র ৪ সেকেন্ড। যার কারণে অনেকেই আবার কাজে ব্যস্ত থাকায় তা অনুভব কর‍তে পারে নি।

মার্কিন ভুতাত্বিক জরিপ সংস্থা-(ইউএসজিএস) এর মতে ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল নেপালের কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার দূরে কোদারি নামক
​স্থানে থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ এলাকায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক সাত। তবে এতে এখন পর্যন্ত কোন হতাহত কিংবা কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

এর আগে গতকাল দুপুর ১২টা ১৫ মিনিটেও প্রায় ৩ মিনিটের ভূমিকম্প অনুভূত হয়। এতে মির্জাপুরে ১ মহিলাসহ সারাদেশে ৪ জন মারা যায়।। আজও সারাদেশে একসাথে এই ভূকম্পন অনুভূত হয়।।



মন্তব্য চালু নেই