ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু

ফরিদপুরের গোয়ালচামট এলাকায় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ তীর্থ স্থান প্রভু জগদ্বন্ধু সুন্দরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ৯দিন ব্যাপী আঙ্গিনা উৎসব ও মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার ভোর থেকে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৪৫তম আবির্ভাবকে ধারন করে এ উৎসব ও মেলা শুরু হলো।

৯দিন ব্যাপী এ উৎসব ও মেলার আয়োজন করছে মহানাম সম্প্রদায়ের লোকজন। এ ব্যাপারে শ্রীধাম শ্রীঅঙ্গনের সম্পাদক শ্রীমৎবন্ধু সেবক ব্রক্ষচারী জানান, শ্রীধাম শ্রীঅঙ্গনে রবিবার ভোর থেকে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়েছে। ৯দিন ব্যাপী এ উৎসবে মহানাম কীর্ত্তন, অষ্টকালীন লালা কীর্ত্তন ও মহোৎসবের আয়োজন করা হয়েছে সাথে থাকছে মহিম স্কুল মাঠে বিশাল মেলার অয়োজন। এরমধ্যেই উৎসবে যোগ দিতে দেশে ও বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা শ্রীঅঙ্গনে আসতে শুরু করেছে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই