মির্জাপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে জরিমানা ও মেশিন ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইব্রাহিম মিয়া(৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অভিযোগের দায়ে সজল মিয়া(২৫) নামে অপর এক ব্যক্তির ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে ঐ আদালতের বিচারক।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম রেজা তাদের এই সাজা প্রদান করেন। গতকাল তিনি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া খেয়া ঘাট এলাকায় এই অভিযান কার্য সম্পাদন করেন।

অভিযুক্ত ইব্রাহিমের বাড়ি ফতেপুর গ্রামে এবং সজলের বাড়ি একই ইউনিয়নের থলপাড়া গ্রামে। জানা গেছে, ইব্রাহীম দীর্ঘদিন ধরে ফতেপুর বাজারের স্কুল সংলগ্ন এলাকায় এবং সজল থলপাড়া খেয়া ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর অবকাঠামো ধ্বংস করে বালু উত্তোলন করে আসছিল।।



মন্তব্য চালু নেই