মির্জাপুরে আয়োডিনবিহীন লবণ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর অর্থদন্ড
টাঙ্গাইলের মির্জাপুরে আয়োডিন ছাড়া খাবার লবণ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কাছ থেকে অর্থ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের শ্রীকৃষ্ণ ভান্ডার ও
সাইফুল স্টোরে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম রেজা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
এতে বিষ্ণু সাহা (৩৫) ও সাইফুল ইসলাম (২৫) নামে দুই ব্যবসায়ীর কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত ওই দুই ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে আয়োডিন বিহীন খাবার লবণ বিক্রি করে আসছিলেন।
এ প্রসঙ্গে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা বলেন; আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯ ধারায় তাদের কাছ থেকে উক্ত জরিমানা আদায় করা হয়েছে।
মন্তব্য চালু নেই