মিরাজের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি

গত ২৫ মার্চ ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কারর বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। নিজের তৃতীয় ওয়ানডে ম্যাচেই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন উদীয়মান ক্রিকেটার। তার ব্যাটে ভর করেই দুইশ’ রানের কোঠা পেরিয়েছে বাংলাদেশ।

অথচ টাইগারদের ওয়ানডে দলে প্রথমে ছিলেনই না মিরাজ। টেস্ট সিরিজ শেষে দেশেও ফিরে এসেছিলেন; কক্সবাজারে চলমান ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল তার। তবে এরই মাঝে হঠাৎ করেই ডাক পেয়ে যান ওয়ানডে দলে। টেস্টের মত ওয়ানডেতেও নিজের জাত চেনালেন মিরাজ।

এর আগে গত বছরের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডে বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া মিরাজ এখন পর্যন্ত সাত টেস্টে ৩১.৮০ গড়ে নিয়েছেন ৩৫ উইকেট।

লিস্ট-এ ক্রিকেট তার বোলিং পারফরম্যান্স অবশ্য এখনও তেমন আকর্ষণীয় নয়। এখন পর্যন্ত ২৭ ম্যাচে ২৯.১৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট।



মন্তব্য চালু নেই