মিরপুর বিহারি ক্যাম্পের ঘটনায় আবদুস সালামের নিন্দা
মিরপুরের বিহারি ক্যাম্পে শবে বরাতের রাতে পটকা ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এবং পুলিশের টিয়ার শেল ও বুলেটের আঘাতে ১০ জনের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
শনিবার বিকেলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আলী আজগর মাতবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আবদুস সালাম বলেন, সারাদেশে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বর্তমান সরকার এখন ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করতে উন্মাদ হয়ে ওঠেছে। আর তারই ধারাবাহিকতার অংশ হিসেবে মিরপুরের বিহারি ক্যাম্পে সন্ত্রাসী ও আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে হামলা চালিয়ে ১০টি প্রাণ কেড়ে নেওয়া হলো।
তিনি বর্তমান অবৈধ সরকারকে উদ্দেশ্য করে বলেন, এভাবে সাধারণ মানুষকে হত্যা করে এবং দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতা চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা চিরকাল আঁকড়ে রাখা যায়না।
আবদুস সালাম অবিলম্বে মিরপুরের সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত করেন।
মন্তব্য চালু নেই