মিমের বিয়ে নিয়ে মুখ খুললেন তার মা

চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে চিত্রনায়িকা মিমের গোপন বিয়ের খবর চলতি সপ্তাহজুড়ে মিডিয়াতে ভাসছে। যেখানে চলচ্চিত্রের মানুষদের দেখা হচ্ছে সেখানেই উঠে আসছেন ‘সুইটহার্ট’ ছবির এই জুটি।

কানাকানি চলছে বাপ্পী-মিম গোপনে বিয়ে করেছেন! নভেম্বরের শুরুতেই কলকাতার পার্শ্ববর্তী একটি মন্দিরে গিয়ে মালাবদল করেছেন তারা। ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি চেপে গেছেন দুই তারকা ও তাদের পরিবার। কিন্তু বিষয়টিকে শতভাগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাপ্পী।

এবারে বিয়ের এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যা সিনহা মিমের মা ছবি সাহা। বিয়ের খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি মিথ্যা আর বানোয়াট বলে দাবি করেন।

তিনি বলেন, ‘মিম বিয়ে করলে গোটা বাংলাদেশ জানবে। সে আমার অতি আদরের মেয়ে। তার বিয়ে গোপনে দেবো কেন! তাছাড়া আমার মেয়ের নামে কেউ এক ফোটা বদনাম করতে পারবে না। তার বিনয়, আচরণ, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ, নতুনদের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ সবসময়ই প্রশংসিত হয়েছে। সে চলচ্চিত্রে কাজের চেয়ে নানা কাণ্ড করে আলোচনায় থাকার মেয়ে না।’

তিনি আরো বলেন, ‘এটা মোটামুটি সবাই জানে যে, আমি মিমের সঙ্গে সঙ্গে থাকি। আমাকে ছাড়া সে এক পাও আগায় না। বিয়ে করলে আমি অবশ্যই জানতাম। আসলে একশ্রেণীর অসাধু লোক আছেন যারা বাপ্পীর সঙ্গে মিমের বিয়ের মিথ্যে খবর ছড়াচ্ছে। এতে দুজনের ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা চলছে। সম্প্রতি বাপ্পী-মিম জুটি বেশ আলোচনায় এসেছে। হতেই পারে এই বিষয়টিকে ভালোভাবে নিতে পারছে না অনেকেই।’

মিমের মা আরো বলেন, ‘তাছাড়া হিন্দু রীতিতে এত তাড়াহুড়ো করে বিয়ে হয়না। পাত্র-পাত্রী দেখা ছাড়াও নানা আলাপ-সালাপ থাকতে পারে। অনেক রকম আনুষ্ঠানিকতা থাকে। যার জন্য মাসেরও বেশি সময় লেগে যায়। তাছাড়া এখুনি মেয়ের (মিম) বিয়ে দেবো না। সে নিজেও চায় না শিগগিরই এমন কিছু হোক। মিম নিজেও ইচ্ছে প্রকাশ করেছে, আগামী ৩-৪ বছরের মধ্যে সে বিয়ে করবে না। আর এখন তো তার ক্যারিয়ার গঠনের সময়। সুতরাং এই বিয়ে-টিয়ে নিয়ে এখন আমাদের কারো কোনো ভাবনা নেই।’

মিমের মায়ের ভাষ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ নানা দেশের প্রবাসী সুপ্রতিষ্ঠিত ছেলেরা আমার মেয়েকে বিয়ে করার জন্য বাসায় প্রস্তাব পাঠাচ্ছে নিয়মিত। সেগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করবো এ ধরনের বাজে খবর বাতাসে ছাড়বেন। মিমের বাবা তো শিক্ষক মানুষ, তিনি আসলে মেয়ের নামে কোনো গুঞ্জন শুনলে রেগে যান।’

তিনি আরো বলেন, ‘গেল কয়েকদিন ধরে অসংখ্য পত্রিকা-টেলিভিশন থেকে ফোন এসেছে। সবাই ওই একটা বিষয় জানতে চাইছেন। আন্টি বা আপা, মিম নাকি বিয়ে করেছে। শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম। সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি- মীম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় দেশের প্রায় সব বিনোদন সাংবাদিকদের নিয়ে সেটা সেলিব্রেট করেছি। আর বিয়ে তো সারাজীবনের ব্যাপার। তার বিয়ে হলে আগামীতেও সবাইকে জানিয়ে, ধুমধাম করেই করবো। সবাইকে বলবো এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।’

সবশেষ যারা বিয়ে নিয়ে গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে মিমের মা বলেন, ‘আমার মেয়েটা এখন চলচ্চিত্রে মনোযোগী। ওকে ওর মতো কাজ করতে দিন। আজেবাজে কথা না ছড়িয়ে ওকে সহযোগিতা করুন।’

মিম বর্তমানে রূপালি পর্দায় ব্যস্ত। তার হাতে ‘দাগ’, ‘পাষাণ’ নামের দুটি ছবি রয়েছে। এছাড়া আগামী বিজয় দিবসে মিম অভিনীত বাপ্পীর বিপরীতে ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তি পাবে। -জাগো নিউজ।



মন্তব্য চালু নেই