মিনায় নিহত বাংলাদেশির সংখ্যা ৫
সৌদি আরবের মক্কা নগরীর মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। এখন পর্যন্ত পাঁচজনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
হজ মিশন সূত্রে জানা গেছে, নিহতরা হলেন জামালপুরের বাসিন্দা ফিরোজা বেগম (৫৪), সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার বাসিন্দা জুলিয়া হুদা (৪০), ফেনীর তাহেরা বেগম (৭৩), তার ভাই নূর নবী মিন্টু (৬৯) এবং মুন্সীগঞ্জের জাহানারা আরজু।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি হাজি আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের খোঁজখবর নিচ্ছেন সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস এবং মক্কায় বাংলাদেশি হজ মিশন কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আট শতাধিক।
মক্কায় বাংলাদেশ হজ অফিস বাংলাদেশি হাজিদের খবর পেতে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর হলো- +৯৬৬৫ ৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫ ০৯৩৬০০৮২।
মন্তব্য চালু নেই