মিথিলার গানে মুগ্ধ পার্থ
মফস্বলের মেয়ে মিথিলা। দেখতে যেমন সুন্দর, গানও গায় তেমনি ভালো। তাই মফস্বলের একটি কনসার্টে গাইতে গিয়ে মিথিলার গানে মুগ্ধ হয়ে যায় পার্থ। এমনই এক গল্প নিয়ে রেদওয়ান রনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘আয়না মহলের আয়না’।
নাটকটিতে পার্থ বড়ুয়ার চরিত্রটির নাম পলক আর মিথিলার চরিত্রটির নাম আয়না। এখানে দেখা যাবে, মফস্বল থেকে আয়নাকে নিজের বাসায় নিয়ে আসে পলক। এনিয়ে নিজের স্ত্রীর সঙ্গে নানান ঝামেলা সত্ত্বেও আয়নাকে নিজের বাসায় রেখে দিতেও কার্পন্য বোধ করেন না সে। কোন এক ষ্টুডিও লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ করে দেয়া হয় আয়নাকে। শো-হিট, ধন্যি ধন্যি রব পড়ে যায় চারদিকে।
পরদিন নিজের অনুষ্ঠানের পূন:প্রচার দেখতে বসে আয়না । কিন্তু একি? তার চেহারাটা মিলছে না কেন? তার অপরুপ সৌন্দর্য্য কোথায় গেল? নিজের মুখটা আয়নার দিকে তাকিয়ে দেখে সেই অপরুপ সৌন্দর্য্য। কিন্তু ক্যামেরায় তাকে অন্য কেউ দেখাচ্ছে কেন? কোথাও একটা সমস্যা হয়েছে সেই সমস্যা টা কোথায়?
পার্থ বড়ুয়া ও মিথিলা ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস,তন্দ্রা, শিমুল প্রমুখ।
‘আয়না মহলের আয়না’ নাটকটি ঈদের চর্তুথ দিন রাত ৯ টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার করা হবে।
মন্তব্য চালু নেই