মিতু হত্যাকাণ্ডের তদন্তে বাবাকে জিজ্ঞাসাবাদ
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিহতের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। মিতু হত্যার ঘটনার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মো. কামরুজ্জামান জানান, বাবুল আক্তারের মতো তার শ্বশুরকেও মিত্যু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিএমপি কার্যালয়ে আনা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গত সপ্তাহে একই মামলায় বাবুল আক্তারকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
মন্তব্য চালু নেই