মিঠাপুকুরে সড়ক নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে কমিটি গঠনের ১৩ বছর পর সড়ক নিরাপত্তা কমিটির প্রথম সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এটিএম মাহবুব উল করিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। স
ড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর রশীদ, ওসি হুমায়ুন কবীর, অধ্যক্ষ মেসবাহুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসালাম চাঁদ, অধ্যক্ষ খাজানুর রহমান, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ্ আলম মিয়া, প্রধান শিক্ষক শাহ্ হাবিব-ই আযম, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক আব্দুল মজিদ, মটর শ্রমিক নেতা বাবলু মিয়া, গোলাম রব্বানী ও যুগল সরকার।
সভায় রংপুর সড়ক ও জনপদ বিভাগের কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়াও দুর্ঘটনা প্রবণ এলাকায় কমিটি গঠন, জেব্রা ক্রসিং, ডিভাইডারে সাইনবোর্ড স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে সাইনবোর্ড স্থাপনসহ চালকদের নিয়ে সচেতনতামূলক সভা সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ১৩ বছর আগে ২০০৩ সালে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি কমিটি গঠন করা হলেও এর কোন কার্যক্রম ছিলনা। বর্তমান ইউএনও মোহাম্মদ সালাহ্উদ্দিন জনস্বার্থ সংশ্লিষ্ট এই কমিটির সভা আহ্বান করেন।
মন্তব্য চালু নেই