মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতার মামলায় গ্রেফতার-২

রংপুরের মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতার মামলায় আব্দুল বতেন ও লতীব ভাংড়ী নামে ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী দেলোয়ার হোসাইন সাইদির রায়কে কেন্দ্র করে মিঠাপুকুরে জামায়াত-শিবিরের সাথে পুলিশ-বিজিবির সংঘর্ষ হয়। এতে ৭ জন নিহত ও অর্ধ শতাধীক আহত হন। ওই দিন জামায়াত-শিবির কর্মীরা মহাসড়কের গাছ কর্তন করে এবং আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সন্ত্রাস ও নাশকতার ২টি মামলার দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার খোড়াগাছ পুর্বপাড়া গ্রামের আব্দুল বাতেনকে উপজেলা পরিষদ চত্বর থেকে ও রহমতপুর বাজার থেকে লতীব ভাংড়ীকে গ্রেফতার করা হয়।
বার্তা প্রেরক



মন্তব্য চালু নেই