মিঠাপুকুরে ভোটার তালিকা হালনাগাদ শুরু

রংপুরের মিঠাপুকুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান, মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নে ৩শ ১০ গ্রামের ভোটার হওয়া যোগ্যদের হালনাগাদ কার্যক্রমের আওতায় নাম তালিকা করা হবে। ২০০০ সালের পহেলা জানুয়ারী বা এরপূর্বে জন্মগ্রহন করা অথবা ১৮ বছর পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদের তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।

এ কাজের জন্য উপজেলার শিক্ষকদের মধ্য হতে ৩৬ জন সুপারভাইজার ও ১৮১ জন তথ্য সংগ্রহকারী কাজ করে যাচ্ছেন। হালনাগাদ কার্যক্রমে যাদের নাম তালিকা করা হবে তারা আগামী ১১ আগস্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে ছবি তোলার কাজ সম্পন্ন করবেন। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করার লক্ষ্যে উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই