মিঠাপুকুরে আরডিআরএস’র পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুরে আরডিআরএস বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় অগ্রণী প্রকল্পের উদ্যোগে জাতিগঠনে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের দায়িত্বশীলতার উন্নয়নের লক্ষে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ইউপি সেবায় সু-শাসনের উন্নয়ন শীর্ষক এক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাণীপুকুর স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক আলতাফ হোসেন।

Mithapukur Photo-1

এতে বক্তব্য রাখেন রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শফিকুল ইসলাম রাঙ্গা, রাণীপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসিনা বেগম, অগ্রণী প্রকল্প সমন্বয়কারী এনায়েতুল্লা, মাঠ সমন্বয়কারী কহিনুর ইসলাম, ইউনিয়ন ফোরাম সভাপতি নূরুল ইসলাম, সাংবাদিক শামীম আখতার প্রমুখ। এছাড়া মাঠকর্মী তাহমিনা আক্তার মেঘলা ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাবলিক হেয়ারিং এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর বিদ্যালয়ের প্রতি দায়িত্বাবলী নিয়ে আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের সৃষ্ট সমস্যা সমূহ স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।



মন্তব্য চালু নেই