মিঠাপুকুরে অতিদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

“ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এডিপি’র উদ্যোগে রাণীপুকুর ইউনিয়নের তাজনগর গ্রামের নির্বাচিত ২শ জন দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে জনপ্রতি ৩টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলার বলদিপুকুরে রবিবার বিকাল ৫টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশিদ।

এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর এডিপি ম্যানেজার স্টিফেন হালদার রুভেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম, ২নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান।

এছাড়া মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি হাসেম মন্ডলসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই