কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ
মা ও ছেলেকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা
কলারোয়ায় রোববার বিকালে মা ও ছেলেকে পিটিয়ে ৩৪হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় সোমবার সকালে কলারোয়া থানায় ৪ জনকে আসামী করে একটি হজাহার দায়ের হয়েছে। থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মানিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালযে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠান চলাকালে ওই এলাকার এক জনৈক মেয়েকে একা পেয়ে বসন্তপুর গ্রামের জেরিন (২০), বেনজির হোসেন(১৯), রুবেল হোসেন (২১) ও দিদারুল ইসলাম (২২) তাকে জাপটে ধরে উত্যক্ত করে। এমন সময় ওই এলাকার রাশেদ ইসলাম বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে মারমুখি আচারণ করে চলে যায়। এঘটনার সূত্র ধরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত থাকে। গত রোববার দুপুরে রাশেদ ইসলাম ও তার মা তানজিলা খাতুন কে সাথে নিয়ে কলারোয়া ইসলামী ব্যাংক থেকে ৩৫হাজার ৬শ ৩২ টাকা উঠিয়ে নিয়ে কলারোয়া বাজার থেকে কিছু মালপত্র কিনে নিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তারা বাড়ী ফেরার পথে বসন্তপুর স্কুলের সামনে পৌছালে ওই স্থানে ওৎ পেতে থাকা সন্ত্রাসী বসন্তপুর গ্রামের জেরিন (২০), বেনজির হোসেন (১৯), রুবেল হোসেন (২১) ও দিদারুল ইসলাম (২২) পূর্ব পরিকল্পিত ভাবে মা ও ছেলেকে ধারে এলোপাতাড়ী ভাবে মারপিট করে তাদের কাছে থাকা নগদ ৩৪হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। এসময় ওই সন্ত্রাসীরা তানজিলা খাতুনকে ধরে পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ¬ীলতাহানী ঘটনায়। পরে তাদের ডাকচিৎকারে পার্শ্ববতী লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনা কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে।
কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ২আসামী গ্রেফতার
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত মামলার ২ আসামীকে আটক করেছে। গতকাল সোমবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই নাজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দনপুর গ্রামের জিআর-১২৩/২০০০মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত. জহিরউদ্দিনের পুত্র রবিউল ইসলাম(২৩) ও উপজেলা ভাদিয়ালী গ্রামের জিআর-৩০/১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জুলফিকার আলীর পুত্র আকবার হোসেন (৪০)কে তাদের বাড়ী থেকে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে জিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে।
মন্তব্য চালু নেই