মায়ার খালাস বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দুর্নীতির একটি মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

রায়ে মোফাজ্জল হোসেন চৌধুরীর আপিল পুনরায় শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

রায় প্রকাশ পাওয়ার পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এ অবস্থায় সংবিধান অনুসারে মায়ার সংসদ সদস্য পদে থাকা উচিত নয়। এছাড়া এ বিষয়টি নিয়ে সংসদে বড় পরিসরে আলোচনা হতে পারে।

এর আগে গত রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ খালাসের রায় বাতিল করেন।

সম্পদের তথ্য গোপণ ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন রাজধানীর সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক।

ওই মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড প্রদানের পাশাপাশি পাঁচ কোটি টাকা জরিমানা করে।

ওই রায়ের বিরুদ্ধে মায়া হাইকোর্টে আপিল করলে শুনানি নিয়ে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে তাকে খালাস দেন। এরপর দুদক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। দুদকের আপিলের শুনানি নিয়ে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।



মন্তব্য চালু নেই