মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ শহরের আঞ্জুমান মাঠে বুধবার বাদ মাগরিব জানাজা শেষে ৬টা ৪৫ মিনিটে ভাটিকাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠন ও শাকিলের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা।
এরপর তার মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়। বেলা আড়াইটায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহরের বাগমারার নিজ বাসভবনে পৌঁছায়। সেখানে আত্মীয়-স্বজনের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় টাউন হল মাঠে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় বিকেল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মন্তব্য চালু নেই