‘মাহফুজ আনাম বিশ্বাসের অমর্যাদা করেছে’
ইংরেজি পত্রিকা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বিশ্বাসের অমর্যাদা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি প্রতিদিন ডেইলি স্টার পত্রিকাটা পড়তাম। পত্রিকাটির তথ্যের ওপর আমি নির্ভর করতাম। এর উপর আমার বিশ্বাস ছিল। পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের ওপরও আমার বিশ্বাস ছিল। কিন্তু তিনি (মাহফুজ আনাম) আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন।’
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরে পত্রিকাটি আমি আর পড়ি না। কিন্তু তারা (ডেইলি স্টার) সহ অন্য একটি পত্রিকা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে।’
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন তাকে দুর্নীতিবাজ বানাতে তার (ডেইলি স্টার সম্পাদক) পত্রিকা যত কিছু লিখেছে, সেগুলো নাকি ডিজিএফআই সাপ্লাই দিয়েছে। কেউ দিলেই কি তা ছাপাতে হয়? তাহলে তারা ‘নির্ভীক সাংবাদিকতা’ কথাটা বলে কেন?’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক দুঃখে একনেক সভায় কথাগুলো বলেছেন। মানুষের ভুল থাকতে পারে। এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত কাজ কখনোই উচিত নয়।’
মুস্তফা কামাল বলেন, ‘তিনি (মাহফুজ আনাম) নিজে স্বীকার করেছেন, তার ভুল হয়েছে। কিন্তু দেশের স্বার্থ বিরোধী ভুল কাম্য কি না? শেখ হাসিনা একদিনে তৈরি হননি। শেখ হাসিনারা যুগে যুগে তৈরি হয় না।’
তিনি বলেন, ‘খেলার মাঠে ভুল হতে পারে, আমাদের ক্রিকেটাররা মাঝে মাঝে ভুল করে। তার মানে এই না যে, ভুল হলো বলে খেলাই বাদ দিতে হবে। পত্রিকাটি (ডেইলি স্টার) সেই কাজটিই করেছে।’
মন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থেই তো রাজনীতিকরা। রাজনীতিকদের বাদ দিয়ে দেশ চালানো যাবে না। রাজনীতিকদের মাইনাস করলে দেশ চালাবে কে? রাজনীতিকরাই দেশ চালাবে।’
মন্তব্য চালু নেই