মাসিক আত-তাফসীর পত্রিকার মোড়ক উন্মোচন
আজ ২৩ মে, ২০১৫ সন্ধ্যায় ঢাকাস্থ পল্টনের বায়তুল খায়ের-এর ৬ষ্ঠ তলায় বাংলাদেশ জাতীয মুফাসসির পরিষদ ঢাকা মহানগরীর এক সাধারণ সভায় মাসিক আত-তাফসীর পত্রিকার মোড়ক উন্মেচন করা হয়। মহানগীর সভাপতি মুহাদ্দীস মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী।
অন্যান্যদের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, সম্পাদক মাওলানা লোকমান হোসেন, মাওলানা আবুল হোসেনসহ মহানগরী নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করেন। সভায় বক্তারা বলেন, এই সংগঠনটির উদ্দেশ্য, মুফাসসিরগণের মধ্যে ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলে তাদের যোগ্যতা ও দক্ষতাকে শানিত করে নির্ভেজাল তাওহীদ রেসালাতের ফল্গুধারা ছড়িয়ে দেয়া এবং মুফাসসিরদের মাধ্যমে অসহায় দরিদ্র বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও উন্নত জীবন গঠন করা। তাই এ লক্ষ্যে মাসিক আত তাফসির এর প্রচার-প্রসারে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
মন্তব্য চালু নেই