মাশরাফির অনন্য অর্জন

ইংল্যান্ডের কাছে পরাজয়ে দীর্ঘ ২৮ মাস পর সিরিজ হারল বাংলাদেশ।

পরাজয়ের মাঝেও এদিন বেশ কয়েকটি ব্যক্তিগত অর্জন এসেছে টাইগারদের।

এর মধ্যে ওপেনার তামিম ইকবাল প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়াডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

বাংলাদেশ দলের ওয়ানডে ও টি ২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও অনন্য এক রেকর্ড গড়েছেন। ডেপুটি সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মইন আলীকে আউট করে ১৬৬ ম্যাচে ২১৬ উইকেটের মালিক হন নড়াইল এক্সপ্রেস।

এদিন তিনি ১০ ওভার বোল করে ৫১ রানে নিয়েছেন ২ উইকেট।

১৬৩ ম্যাচে সাকিব নিয়েছেন ২১৫ উইকেট। সাকিবের পরেই আছেন বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাক, ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট।

এছাড়া সাবেক স্পিনার মোহাম্মদ রফিক ১২৩ ম্যাচে ১১৯ উইকেট নিয়ে চতুর্থ আর ৬৯ ম্যাচে ৮৮ উইকেট নিয়ে পঞ্চম পেসার রুবেল হোসেন।



মন্তব্য চালু নেই