মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযানে নেমেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একদিকে চলছে রি-হায়ারিং প্রোগ্রাম ও অস্থায়ী কাজের পারমিটের নিবন্ধন। এরই মধ্যে ইমিগ্রেশন বিভাগ শুরু করেছে ধর পাকড়।

মালয়েশিয়ার কে এলসিসি, পাসার সেনি, সানওয়ে পিরামিডে অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ ২৫৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

গত বুধবার থেকে শুরু এ অভিযানে বাংলাদেশের ৮৪ জনসহ পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মিয়ানমার ও নেপালের মোট ২৫৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, আটক অবৈধ অভিবাসীদের কাছে মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন-১৯৫৯-এর ধারা ৬(১) সি/১৫ (১) সি এবং পাসপোর্ট আইন, ১৯৬৬-এর ১২(১) ধারায় ইমিগ্রেশন আইনের অধীনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এদিকে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশের এ অভিযানে আতঙ্কে রয়েছেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা।



মন্তব্য চালু নেই