৩ বছরে কর্মী যাবে ১৫ লাখ
মালয়েশিয়ার সঙ্গে ‘জিটুজি প্লাস’ চুক্তি সই
মালয়েশিয়ায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) প্লাস পদ্ধতিতে জনশক্তি রপ্তানির বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তির ফলে বেসরকারিভাবে তথা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বড় পরিসরে কর্মী পাঠানো যাবে। এর আওতায় আগামী ৩ বছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাবে ১৫ লাখ কর্মী।
দেশটিতে কনস্ট্রাকশন, সার্ভিস, প্লান্টেশন, এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং খাতে এসব কর্মী যাবে ।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম চুক্তিতে সই করেন।
মন্তব্য চালু নেই