মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত আখতার হাবীব

মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীবকে নিযুক্ত করেছে সরকার। এর আগে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার পদে দায়িত্ব পালন করেন তিনি।

বুধবার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আখতার হাবীব ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় যোগদান করেন। পরবর্তীতে জার্মান নেভাল অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেন। দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন সময়ে নৌবাহিনীর সব গুরুত্বপূর্ণ জাহাজ ও ঘাঁটিরই নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া নেভাল এভিয়েশন ও নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সেও দায়িত্ব পালন করেছেন আখতার হাবিব।

এক সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসএসএফ) দায়িত্ব পালন করা আখতার হাবীব নৌ সদর দফতরে নেভাল অপারেশনস বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষে আখতার হাবীবের সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



মন্তব্য চালু নেই