মার্শাল আইয়ুব নট আউট ১১১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে এখনও অপরাজিত আছেন তরুণ ক্রিকেটার মার্শাল আইয়্যূব। তার সেঞ্চুরির ওপর ভর করে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্টো।
সোমবার বিকেএসপির দুই নম্বর মাঠে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ঢাকা। ওপেনার সৈকত আলীর সঙ্গে মেহেদী মারুফের ৬২ রানের জুটিতে শুরুটা ভালোই হয়। সৈকত ৩৪ ও মারুফ ৩৮ রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে সাদমান ইসলামের (৫১) সঙ্গে ৮০ রানের জুটি উপহার দেন ঢাকার অধিনায়ক মার্শাল।
এই জুটি ভাঙার পর আরও কয়েকটি উইকেটে হারায় ঢাকা। তবে দিন শেষে অধিনায়ক মার্শাল ১১১ ও জাবিদ হোসেন ৪ রান নিয়ে এখনও অপরাজিত আছেন। মার্শালের ১৬৯ বলের ইনিংসটি সাজানো ১৪টি চারে। চট্টগ্রামের পক্ষে ৮০ রানে ৫ উইকেট শিকার করেছেন লেগস্পিনার নুর হোসেন।



মন্তব্য চালু নেই