মার্চের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) লিডারস সামিটে অংশ নেবেন তিনি। আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্দোনেশিয়ায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরের প্রস্তুতির সঙ্গে যুক্ত ঢাকার একটি প্রতিনিধিদল মঙ্গলবার ইন্দোনেশিয়া যাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর অবস্থান, কর্মসূচি ও যাতায়াত সংক্রান্ত প্রস্তুতি নিয়ে দেশটির দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের আনুষ্ঠানিক বৈঠক করবেন।
জানা গেছে, ২১ রাষ্ট্রের জোটের ২০ বছর পূর্তির এই সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও সাতটি ডায়ালগ পার্টনারের প্রতিনিধিত্ব থাকছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো ইন্দোনেশিয়া আইওআরএ’র শীর্ষ এই সম্মেলন আয়োজন করছে। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো।



মন্তব্য চালু নেই