মারা গেল সবচেয়ে বয়স্ক ওরাংওটাং

যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বয়ষ্ক একটি ওরাংওটাংয়ের মৃত্যু হয়েছে।

শিকাগো রাজ্যের ব্রুকফিল্ড চিড়িয়াখানায় শুক্রবার ম্যাগি নামের ৫৫ বছরের ওই ওরাংওটাং মারা গেলেও কর্তৃপক্ষ শনিবার তা নিশ্চিত করে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, সম্প্রতি বয়সের ভারে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে। নিয়মিত স্বাস্থ্যের যত্ন নেওয়া হলেও তার আশানুরূপ উন্নতি হচ্ছিল না। বার্ধক্যজনিত নানা উপসর্গ দেখা দেয় তার শরীরে। বয়স্ক মানুষের মধ্যে যে ধরনের সমস্যা দেখা দেয় এই ওরাংওটাংয়ের শরীরেও সেসব (আর্থ্রাইটিস, হৃদরোগ, হাইপোথাইয়ডিজম) উপসর্গ পরিলক্ষিত হয়।

১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় জন্ম গ্রহণ করে ম্যাগি। চিড়িয়াখানা কর্মকর্তারা বলেন, সে ছিল বেশ কৌতুহলী, বুদ্ধিমান ও প্রাণোচ্ছল। যেসব কর্মী তার যত্ন নিত তারা তাকে খুব মিস করবে।

চিড়িয়াখানার কর্মকর্তারা আরো জানান, ম্যাগি ছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক ওরাংওটাং। তার চারটি সন্তান আছে। ১৯৯৫ সালে ইলিনয়ের ব্রুকফিল্ড চিড়িয়াখানায় আনা হয় তাকে। এখানে আসার পর সে সারোগেট মাদার হিসেবে দুটি শিশু ওরাংটাংয়ের দায়িত্ব পালন করে।

সূত্র: ইয়াহু নিউজ



মন্তব্য চালু নেই