মারা গেলেন পাকিস্তানের সেই বিখ্যাত ক্রিকেটার
পাকিস্তান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আসবেই বা না কেন? যেকোন ক্রিকেট জাতিকে কেউ না কেউ সামনে থেকে পথ দেখিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার। পাকিস্তান ক্রিকেটকেও তিনি পথ দেখানোর পাশাপশি পাক ক্রিকেটকে নিয়ে গেছেন অনেকদূর। পাকিস্তানের সেই সাবেক সেই বিখ্যাত টেস্ট ক্রিকেটার আজমত রানা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩৷ পাকিস্তানের হয়ে ১৯৮০-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরে একটি মাত্র টেস্ট ম্যাচ ও ১৯৭৮-এ ভারতের বিরুদ্ধে দু’টি ওয়ানডে খেলেছিলেন আজমত৷
জাতীয় দলের জার্সি গায়ে খুব বেশি একটা ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে সময় দিয়ে পাকিস্তান ক্রিকেটর জন্য উঠিয়ে এনেছেন ওয়াশিম, ওয়াকার, ইনজামাম কিংবা ইমরান খানের মতো বিশ্ব তারকাদের।
তিনি প্রথমশ্রেনির ক্রিকেটে ৯৪টি ম্যাচ খেলেছেন৷ ৪৭.৬২-এর গড়ে ৬০০১ রান রয়েছে তাঁর ঝুলিতে৷ সর্বোচ্চ অপরাজিত ২০৬ রানও করেছিলেন তিনি৷ ১৭টি ‘লিস্ট-এ’ ম্যাচেও খেলেছেন রানা৷ সেখানেও ৪০.১৮-এর গড়ে ৪৪২ রান এসেছে তাঁর ব্যাট থেকে৷ আজমতের ছোট দু’ভাইয়ের মধ্যে শফকত রানা পাকিস্তানের জার্সি গায়ে টেস্ট খেলেছেন৷ অন্যদিকে, শাকুর রানা আম্পায়ারিং করেছেন৷ রানার মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷
মন্তব্য চালু নেই