মান্দায় বৃদ্ধের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় রহিম উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হলুদঘর এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রহিম উদ্দিন মান্দা উপজেলার হলুদঘর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে পরানপুর হাটে কেনা-কাটা করতে গিয়ে নিখোঁজ হোন রহিম উদ্দিন। অনেক জায়গায় খোঁজ করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
পরের দিন সমবার সকাল ১০ টার দিকে গ্রামের পাশের একটি আম বাগানে তার হাত ও পা বাঁধা মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
মন্তব্য চালু নেই